ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে জার্মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৬, জুলাই ৪, ২০১৭
ব্রাজিল-আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে জার্মানি ছবি: সংগৃহীত

চিলির বিপক্ষে কনফেডারেশন্স কাপের শিরোপা জয়ের পাশাপাশি র‌্যাংকিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি নিজেদের শীর্ষে তুলেছে। ব্রাজিলকে টপকে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে বসতে যাচ্ছে জার্মানরা। চলতি বছরের এপ্রিল থেকে এক নম্বরে ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

আগামী বৃহস্পতিবার (০৬ জুলাই) ফিফার র‌্যাংকিং আপডেট হলেই শীর্ষে উঠে যাবে জোয়াকিম লো’র শিষ্যরা।

জার্মানি শীর্ষে ওঠায় দুইয়ে নেমে যাবে নেইমারের ব্রাজিল।

আর মেসির আর্জেন্টিনা নেমে যাবে তিনে। কনফেডারেশন্স কাপের ফাইনালে খেললেও অবনমন হচ্ছে চিলির। তিন ধাপ পিছিয়ে সাতে নেমে যাচ্ছে অ্যালেক্সিজ সানচেজের দলটি।

আগের মাসে র‌্যাংকিংয়ে ১৯২তম অবস্থানে ছিল বাংলাদেশ। এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের।

কনফেডারেশন্স কাপে দারুণ পারফর্ম করে সেমিফাইনালে খেলা রোনালদোর পর্তুগাল উন্নতি করেছে। তৃতীয় স্থান নির্ধারণীতে মেক্সিকোকে হারানো পর্তুগিজরা আট নম্বর থেকে চার ধাপ এগিয়ে চারে উঠতে যাচ্ছে।

এছাড়া, চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে উঠেছে সুইজারল্যান্ড, পোল্যান্ড প্রথমবারের মতো ছয় নম্বরে উঠতে যাচ্ছে। সাত নম্বরে স্পেন। আট, নয় ও দশ নম্বরে থাকছে যথাক্রমে কলম্বিয়া, ফ্রান্স ও বেলজিয়াম।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।