ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ফুটবল

রিয়াল ছেড়ে বেসিকতাসে পেপে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৯, জুলাই ৫, ২০১৭
রিয়াল ছেড়ে বেসিকতাসে পেপে পেপে/ছবি: সংগৃহীত

দলবদলের বাজারে অসম্ভব বলে কিছু নেই! গত মাসে খবর প্রকাশিত হয়, সব ঠিক থাকলে রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টেনে পিএসজিতে যোগ দেবেন পেপে। কিন্তু সব সম্ভাবনা উড়িয়ে দিয়ে নতুন ঠিকানা হিসেবে তুরস্কের বেসিকতাস ক্লাবকে বেছে নিয়েছেন পর্তুগিজ ডিফেন্ডার।

ফ্রি ট্রান্সফারে তুর্কী চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি সই করেছেন পেপে। আগামী মৌসুমে বেসিকতাসের হয়ে রক্ষণভাগ সামলাবেন ৩৪ বছর বয়সী এ অভিজ্ঞ সেন্টারব্যাক।

জুন মাস শেষে রিয়ালের সঙ্গে পেপের চুক্তির মেয়াদ শেষ হয়। গ্যালাকটিকোদের জার্সিতে ১০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনশ’র অধিক ম্যাচ খেলেছেন তিনি।

এর আগে রিয়ালের ‍কাছ থেকে দু’বছরের নতুন চুক্তির অফার চেয়েছিলেন পেপে। কিন্তু, তাকে এক বছর চুক্তি নবায়নের প্রস্তাব দেয় স্প্যানিশ জায়ান্টরা। তাই সান্তিয়াগো বার্নাব্যু ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। যেখানে ২০০৭ সালে পোর্তো থেকে এসেছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, ৫ জুলাই, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।