ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

ফুটবল

চেলসি-আর্সেনালের ম্যাচে জয় পায়নি কেউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:০২, জানুয়ারি ১১, ২০১৮
চেলসি-আর্সেনালের ম্যাচে জয় পায়নি কেউ ছবি:সংগৃহীত

চেলসি ও আর্সেনালের মধ্যকার লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগ গোলশূন্য ড্র হলো। এ দু’দল এবারের লিগেও দুবারের মুখোমুখি দেখায় কেউ কাউকে হারাতে পারেনি।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে হাইভোল্টেজ ম্যাচে আর্সেনালকে আতিথিয়েতা জানায় চেলসি। তবে পুরো ম্যাচে অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি অ্যান্তোনিও কোন্তের চেলসি।

 

এদিন মোট ২১টি শট নেয় স্বাগতিক চেলসি, যেখানে ছয়টি শটই ছিল লক্ষ্যে, কিন্তু সাফল্য অধরাই থেকে যায়। বিপরীতে আর্সেনালের নেওয়া আট শটের তিনটি ছিল লক্ষ্যে।

আগামী ২৪ জানুয়ারি আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে হবে ফিরতি লেগের খেলা।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।