ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

ফুটবল

রোনালদোকে ছাড়াই রিয়ালের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:২৯, এপ্রিল ১, ২০১৮
রোনালদোকে ছাড়াই রিয়ালের সহজ জয় ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে নিজেদের দারুণভাবে ঝালিয়ে নিল রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে লাস পালমাসকে ৩-০ গোলে হারাল জিনেদিন জিদান শিষ্যরা। যদিও এ ম্যাচে বিশ্রামে ছিলেন রোনালদো, ক্রুস, মার্সেলোরা।

স্তাদিও ডি গ্রান ক্যানারিয়াতে ‍আতিথিয়েতা নিতে গিয়ে গ্যারেথ বেল ও করিম বেনজেমার অসাধারণ পারফরম্যান্সে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী দলটি।

এদিন ম্যাচের ২৬ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন বেল।

আর ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ফ্রেঞ্চ এ স্ট্রাইকারের এটি ছিল আবার রিয়ালের হয়ে ৪০০তম ম্যাচ। যেখানে গোল করেই উদযাপন করলেন তিনি। বিরতির পর বেল পেনাল্টি থেকে আরও একটি গোল করলে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে জিদান শিষ্যরা।

লিগে এ জয়ে ৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ ৬৪ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। ২৯ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ০১ এপ্রিল, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।