ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

ফুটবল

ইনস্টাগ্রামে বিতর্কিত পোস্ট, তিন ম্যাচ নিষিদ্ধ কাভানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৭, জানুয়ারি ১, ২০২১
ইনস্টাগ্রামে বিতর্কিত পোস্ট, তিন ম্যাচ নিষিদ্ধ কাভানি এদিনসন কাভানি/ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আপত্তিকর মন্তব্যের জেরে এদিনসন কাভানিকে তিন ম্যাচে নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।  

বৃহস্পতিবার এক বিবৃতিতে কাভানির শাস্তির ব্যাপারটি নিশ্চিত করেছে এফএ।

সেই সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের এই উরুগুইয়ান স্ট্রাইকারকে ১ লাখ পাউন্ড জরিমানাও করা হয়েছে। এছাড়া শিক্ষামূলক কার্যক্রমেও অংশ নিতে হবে ৩৩ বছর বয়সী ফুটবলারকে। আর জরিমানার অর্থ বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যয় করা হবে।

ঘটনার সূত্রপাত অবশ্য গত ২৯ নভেম্বরে। প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ শেষে ইনস্টাগ্রামে এক বিতর্কিত মন্তব্য করে বসেন কাভানি। দলের ৩-২ গোলে জেতা ম্যাচটিতে বদলি হিসেবে নেমে যোগ করা সময়ে জয়সূচক গোলসহ ২ গোল করেছিলেন সাবেক পিএসজি তারকা। ম্যাচ শেষে এক বন্ধুর কাছ থেকে অভিনন্দন বার্তা পেয়েছিলেন তিনি। কিন্তু জবাবে তিনি বর্ণবাদী মন্তব্য করে বসেন।

বর্ণবাদী মন্তব্য করার পর অবশ্য নিজের ভুল বুঝতে পারেন কাভানি। সঙ্গে সঙ্গে পোস্ট ডিলিট করে দেন। পরে এক প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু তাতেও শাস্তি এড়াতে পারলেন না। তবে শাস্তির বিরুদ্ধে কোনো আপিল না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।  

নিষেধাজ্ঞার কারণে নতুন বছরের প্রথম দিন প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটির পাশাপাশি লিগ কাপের সেমিফাইনাল ম্যানচেস্টার সিটি ও এফ এ কাপে ওয়াটফোর্ডের বিপক্ষে খেলতে পারবেন না কাভানি।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।