ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ফুটবল

নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, মার্চ ২৪, ২০২১
নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ

বাংলাদেশ ফুটবল দলের নেপাল মিশন থেকে ছিটকে গেলেন বিশ্বনাথ ঘোষ। দলের প্রথম ম্যাচে কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে চোট পান এই ডিফেন্ডার।

ফলে আর কোনো ম্যাচ খেলা হচ্ছে না তার।

ডান ঊরুর চোট থেকে সেরে উঠতে দুই সপ্তাহ বিশ্রাম লাগবে বিশ্বনাথের। মঙ্গলবারের ম্যাচে দ্বিতীয়ার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। তাকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে।

বিশ্বনাথের ছিটকে যাওয়ার ব্যাপারটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পাঠানো ভিডিও বার্তায় টিম ম্যানেজার ইকবাল হোসেন নিশ্চিত করেছেন। জানিয়েছেন, বিশ্বনাথের এমআরআই রিপোর্টে দুঃসবাদ মিলেছে।

এদিকে আগামী শনিবার স্বাগতিক নেপালের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে বিশ্বনাথের পরিবর্তে নতুন কাউকে দলে নেওয়ার সুযোগ নেই বলে জানান ইকবাল।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।