ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

বিমানবাহিনীকে উড়িয়ে শুরু শেখ জামালের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫০, নভেম্বর ২৭, ২০২১
বিমানবাহিনীকে উড়িয়ে শুরু শেখ জামালের ছবি: শোয়েব মিথুন

বাংলাদেশ বিমানবাহিনীকে রীতিমত উড়িয়ে দিয়ে স্বাধীনতা কাপে শুভসূচনা করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।  

শনিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে  'বি' গ্রুপের ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে শিরোপার অন্যতম দাবিদাররা।

শুরু থেকেই দারুণ কিছু আক্রমণ শানায় শেখ জামাল। ১৬তম মিনিটেই আসে গোলের দেখা। বক্সের বাঁ দিক থেকে ডান পায়ের বাঁকানো দূর পাল্লার শটে লক্ষ্যভেদ করেন উজবেকিস্তান ফরোয়ার্ড ভালিজনোভ ওতাবেক। প্রথমার্ধে আর গোল না এলেও শেখ জামালের আক্রমণভাগ প্রতিপক্ষের রক্ষণে ত্রাস ছড়ায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও দুই গোল করে শেখ জামাল। ৫২তম মিনিটে রাহবার খানের বাড়ানো থ্রু বল নিয়ন্ত্রণে নিয়ে সলোমনের উদ্দেশে কাট ব্যাক করেন ওতাবেক। দারুণ এক প্লেসিং শটে বল জালে জড়ান গাম্বিয়ান ফরোয়ার্ড। তিন মিনিট পরই রাহবারের পাস ধরে বক্সে ঢুকে দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন সোহানুর রহমান।

'বি’ গ্রুপের অন্য ম্যাচে উত্তর বারিধারাকে ০-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।