ঢাকা, বৃহস্পতিবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

কিট না থাকায় খুমেক হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, জুন ২০, ২০২৫
কিট না থাকায় খুমেক হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ ফাইল ছবি

খুলনা: দেশজুড়ে করোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় খুলনাসহ বিভাগের তিন জেলায় নতুন করে তিনজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এর মধ্যে খুলনা, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। দিন যতই যাচ্ছে করোনা নমুনা পরীক্ষার সংখ্যা ততই বাড়ছে।  

গত চার দিনে খুলনায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে দিয়ে বৃহস্পতিবার (১৯ জুন) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট শেষ হওয়াতে দুপুর থেকেই করোনা পরীক্ষা সাময়িক বন্ধ রয়েছে। ফলে শুক্রবার (২১জুন) খুমেক হাসপাতালে করোনা পরীক্ষা হচ্ছে না। অপরদিকে কিট না থাকায় খুলনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এখন পর্যন্ত করোনা পরীক্ষা চালু করতে পারেনি।

খুমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ১৫ জন রোগীর করোনা পরীক্ষার পর কিট শেষ হয়ে যায়। আমরা স্বাস্থ্য অধিদপ্তরে কিটের চাহিদাপত্র পাঠিয়েছি। আশাকরি আগামী সপ্তাহে কিট চলে আসবে।

এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।