ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

‘দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করুন’ শীর্ষক কর্মসূচি

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪০, মে ৩১, ২০১৩
‘দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করুন’ শীর্ষক কর্মসূচি

ঢাকা: দুঃসময়ের জন্য রক্ত সঞ্চয় করুন- স্লোগানকে সামনে রেখে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। কোয়ান্টাম ফাউন্ডেশন ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এ কর্মসূচির আয়োজক।



প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম মিজানুর রহমান, রেজিস্ট্রার ড. মো. ফখরে হোসেন, সহযোগী অধ্যাপক ড. তৌহিদ ভূইয়া, জনসংযোগের সহকারী পরিচালক আনোয়ার হাবিব কাজল, কোয়ান্টাম ব্লাড ডোনেশন প্রোগ্রামের সমন্বয়কারী  শেখ মোঃ ফয়সাল, কো-কোয়ান্টার আসাদুজ্জামান খান, কো-কোয়ান্টার মোতাসিন বিল্লাহ্ মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ কর্মসূচির মাধ্যমে প্রায় ৯০ ব্যাগ রক্ত সংগ্রহ হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ক্লাবের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, মে ৩১, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।