ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

স্বাস্থ্য

মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৬, সেপ্টেম্বর ১৯, ২০১৫
মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ‘প্রশ্নের মূল্যে নয়, মেধার মূল্যে ভর্তি হতে চাই’ এবং ফাঁস হওয়া প্রশ্নপত্রে অনুষ্ঠিত মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে ফরিদপুরে।
    
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এ কর্মসূচি পালন করেন ফরিদপুর মেডিকেল কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা।

ফরিদপুর মেডিকেল কলেজ কেন্দ্রে এবার ১৫৪৩ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন।
  
মানববন্ধনে অংশ নেওয়া পরীক্ষার্থীরা ইন্টারনেট থেকে সংগ্রহ করা ফাঁস হওয়া প্রশ্নপত্র দেখিয়ে বলেন, পরীক্ষার আগের রাতেই ফেসবুক, হোয়াটস্ অ্যাপসহ ইন্টারনেটের বিভিন্ন মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করা হয়। এ অবস্থায় নতুন করে পরীক্ষা না নেওয়া হলে মেধাবী শিক্ষার্থীরা তাদের মেধা ও কষ্টের যোগ্য মূল্যায়ন থেকে বঞ্চিত হবেন।

তারা নতুন প্রশ্নপত্রে ফের ভর্তি পরীক্ষা নেওয়ারও দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।