ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

স্বাস্থ্য

দেড় বছর পর আক্রান্ত নেই কুমিল্লায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১২, অক্টোবর ১৬, ২০২১
দেড় বছর পর আক্রান্ত নেই কুমিল্লায়

কুমিল্লা: মহামারি করোনা হয়েছে কিনা জানতে, কুমিল্লায় শনিবার (১৬ অক্টোবর) ৪২৫টি নমুনার ফল আসে। এদিন কেউ আক্রান্ত হননি।

করোনায় আক্রান্ত হয়ে চব্বিশ ঘণ্টায় কেউ মারাও যাননি। বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।

তিনি জানান, প্রায় দেড় বছর পর কুমিল্লায় আক্রান্তের হার শূন্যতে নেমে এসেছে। আক্রান্তের হার শূন্য হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঝুঁকিমুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

জানা যায়, কুমিল্লায় এ পর্যন্ত এক লাখ ৮১ হাজার ৫৮১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার নয়জন। শনিবার সুস্থ হয়েছেন ২৩জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩৭ হাজার ১৬৪জন।  

সরকারি হিসাবে এপর্যন্ত কুমিল্লায় করোনায় মারা গেছেন ৯৪৯জন।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।