ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

স্বাস্থ্য

দেশে আরো ২২ জনের দেহে ওমিক্রন শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, জানুয়ারি ১৭, ২০২২
দেশে আরো ২২ জনের দেহে ওমিক্রন শনাক্ত ...

ঢাকা: দেশে আরও ২২ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে দেশে মোট ৫৫ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।

 

সোমবার (১৭ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।  

এতে বলা হয়, নতুন আক্রান্ত ১২ জন রাজধানীর মহাখালী বাসিন্দা। বাকিদের মধ্যে উত্তরার চার জন, বাসাবোর দুই জন এবং চাঁনখারপুল এলাকার চার জন রয়েছেন।

নতুন করে ওমিক্রন ধরনে আক্রান্তদের মধ্যে ১২ জন পুরুষ ও নারী ১০ জন।

এর আগে ১২ জানুয়ারি দেশে ঢাকার বাইরে তিন জনের ওমিক্রন শনাক্তের খবর জানা যায়।  

দেশে সর্বপ্রথম গত ১১ ডিসেম্বর জিম্বাবুয়েফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার শরীরে ওমিক্রন শনাক্ত হয়। দেশে ওমিক্রনে আক্রান্ত সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
আরকেআর/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।