অক্লান্ত পরিশ্রম করছেন রোজগারের জন্য। মনের কোণে উঁকি দিচ্ছে ধনী হওয়ার চিন্তা।
জ্যোতিষশাস্ত্র মানুষের জীবনে ছাতার মতো, যা কখনও রক্ষা করবে কড়া সূর্যের তাপ, কখনও বা ভরা আষাঢ়ের বৃষ্টি থেকে।
আপনার হাতের তালুতে কিছুক্ষণ মনোযোগ দিন, বুঝতে পারবেন ভবিষ্যতে ধনবান হওয়ার সম্ভাবনা কতটা।

undefined
সোজা আঙুল
যদি আপানার হাতের আঙুলগুলি সোজা হয় তাহলে ধনবান হওয়ার সম্ভাবনা প্রবল।
নরম ও ভারি হাতের তালু
যে সব মানুষের হাতের তালু নরম ও ভারী তাদের কোনোদিন অর্থকষ্ট হবে না।

undefined
হাতে ত্রিকোণ
যে ব্যক্তির হাতে চন্দ্র, ভাগ্য ও শির রেখার মাধ্যমে ত্রিকোণ তৈরি হয় তার সম্পত্তি লাভের যোগ থাকে প্রবল।
আয়ু রেখায় মঙ্গল
যে মানুষের আয়ু রেখার সঙ্গে মঙ্গল রেখাটি স্পষ্ট দেখা যায় তার ধনবান হওয়ার বিষয়টিও স্পষ্ট থাকে।

undefined
একাধিক ভাগ্য রেখা
যে ব্যক্তির হাতে একাধিক ভাগ্য রেখা থাকে সেই ব্যক্তির ধনবান হওয়া প্রায় নিশ্চিত। মনে রাখতে হবে ভাগ্যের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত পুরুষকার। তাই হাতের রেখায় শুভযোগ থাকলেও আপনার নিজস্ব চেষ্টার কমতি থাকলে ধনবান হওয়ার সবন সফল হবে না।
তাই পুরষাকার বা নিজের চেষ্টাকেও গুরুত্ব দিন। আর আপনার সাহায্যে মাথার উপর ছাতার মতো জ্যোতিষশাস্ত্রতো রইলোই।
বাংলাদেশ সময়: ০৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এএ
** কুম্ভের নতুন কাজে সফলতা, মীনের কর্মে উন্নতি