মà§à¦·
মেষ ২১ মার্চ-২০ এপ্রিলচিন্তাও বৃদ্ধি পাবে। হঠাৎ পরিবর্তন আসতে পারে।

বà§à¦·
বৃষ ২১ এপ্রিল-২০ মেবেকারদের জন্য সুযোগ আসবে। ব্যস্ত সময় কাটবে। মানসিক ও শারীরিক পরিশ্রমের ফলে শরীর অসুস্থ হতে পারে।
মিথà§à¦¨
মিথুন ২১ মে - ২০ জুনবয়স্ক ব্যক্তিদের অবসর নেওয়ার সম্ভাবনা। পারিবারিক চিন্তা থাকবে। পুরাতন রোগে চিকিৎসা প্রণালী পরিবর্তনে সুফল পেতে পারেন।
à¦à¦°à§à¦à¦
কর্কট ২১ জুন-২০ জুলাইজন্মচক্রে বৃহস্পতি অনুকূলে থাকলে অনেক বাঁধা অপসারিত হবে। সাংবাদিকদের বিপদে পড়ার আশঙ্কা আছে।
সিà¦à¦¹
সিংহ ২১ জুলাই-২১ আগস্টরাজনৈতিক ক্ষেত্রে নতুনভাবে অনুপ্রাণিত হতে পারেন। আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে। সম্পত্তি বিষয়ক কোনো সমস্যার সমাধান হতে পারে।
à¦à¦¨à§à¦¯à¦¾
কন্যা ২২ আগস্ট-২২ সেপ্টেম্বরস্নায়ুপীড়া দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধি হবে। গবেষণায় নিযুক্ত ব্যক্তিদের সাফল্য আসবে। দৈনন্দিন কাজের চাপ বৃদ্ধি পেলেও হাতে অর্থ আসবে।
তà§à¦²à¦¾
তুলা ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবরনতুন কাজের অর্ডার পেয়ে উৎসাহ বৃদ্ধি পাবে। আপনার অমিতব্যয়ীতার ফলে আর্থিক অসুবিধায় পড়তে পারেন। সঞ্চয়ের উপর হাত পড়তে পারে।
বà§à¦¶à§à¦à¦¿à¦
বৃশ্চিক ২৩ অক্টোবর-২১ নভেম্বরকর্ম উপলক্ষে বাইরে যাবার সম্ভাবনা রয়েছে। কোন ভাইয়ের অসুস্থার জন্য চিন্তা হবে। আর্থিক কোনো পরিকল্পনা সার্থক হতে পারে পরিশ্রমের দ্বারা।
...
অসমাপ্ত কাজে শেষ করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে কিছু বিঘ্ন আসতে পারে। দুঃখ পেতে পারেন। কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে পরিচয়ে আনন্দ পাবেন। বিজ্ঞান ও গবেষণায় নিযুক্ত ব্যক্তিরা সাফল্য পাবেন। সাংবাদিকদের শুভ সময়।
..
চাকরিক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পিতার সহযোগিতায় কোনো সম্পত্তির বিষয়ে সমাধান হবে। অর্থও কিছু হাতে পাবেন।
..
কাজকর্মের পরিধি বাড়বে। পারিবারিক শান্তিবজায় থাকবে। প্রেমপ্রীতির ব্যপারে শুভ ফল। ব্যবসায়ের ঋণ কিছুটা পরিশোধ করতে পারবেন।
..
কোনো আত্মীয়ের বিপদে ব্যস্ত হতে পারেন। ব্যয় বৃদ্ধি হলেও অসুবিধে হবে না। কোন পাওনা অর্থ হাতে আসবে।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ২০, ২০১৮
এসএইচ