মà§à¦·
মেষ: ২১ মার্চ - ২০ এপ্রিলব্যবসায় পরিশ্রম ও মনোনিবেশ করলে সাফল্য পাবেন। চাকরিক্ষেত্রে প্রতিপত্তি বাড়বে।
বà§à¦·
বৃষ: ২১ এপ্রিল - ২০ মেকেউ ক্ষতির চেষ্টা করলেও সফল হবে না। অসামাজিক কাজে জড়িত থাকার অপবাদ আসতে পারে। নিজের দোষে কোনো কাজে ক্ষতি হতে পারে।
মিথà§à¦¨
মিথুন: ২১ মে - ২০ জুনমানসিক অবসাদে কাজকর্মে মন বসবে না। স্ত্রী সহানুভূতি লাভ করবেন। দাম্পত্য জীবন শান্তিপূর্ণ হবে। চাকরিক্ষেত্রে অস্থিরতা দেখা দিতে পারে।
à¦à¦°à§à¦à¦
কর্কট: ২১ জুন - ২০ জুলাইব্যবসায় প্রতিযোগিতা থাকলেও অসুবিধা হবে না। সমাজসেবামূলক কাজে সম্মান পাবেন। বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পরিচয়ের সুযোগ আসবে।

সিà¦à¦¹
সিংহ: ২১ জুলাই - ২১ আগস্টকোনো বন্ধুর সহযোগিতা পাবেন। প্রতিবেশীর বিবাদে জড়িয়ে নিজের ক্ষতি করবেন না। পরিশ্রম ও চিন্তার ফলে মানসিক অবসাদ দেখা দেবে। হঠাৎ কোনো ঘটনায় মন চঞ্চল হতে পারে।

à¦à¦¨à§à¦¯à¦¾
কন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বরকর্মপ্রার্থীরা বিশেষ সুযোগ পেতে পারেন। পরিবারের কারও অসুস্থতায় সঙ্কট দেখা দেবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে জটিলতা দেখা দিতে পারে।

তà§à¦²à¦¾
তুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবরসাংসারিক ব্যাপারে ধৈর্যের সঙ্গে চলা দরকার। অভিনেতা-অভিনেত্রীদের সাফল্য লাভ। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু হতে পারে।

বà§à¦¶à§à¦à¦¿à¦
বৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বরনিজের বা পরিবারের কারও দুর্ঘটনার আশঙ্কা আছে। ব্যয় বৃদ্ধির কারণে সাংসারিক কলহ দেখা দিতে পারে। আইনজ্ঞদের সাফল্য আসবে।

...
ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বরনিজের ভাবপ্রবণতা দমন করে ধৈর্য ধরে কাজ করবেন। শিল্পী ও সাহিত্যিকদের যশ ও প্রতিপত্তি বাড়বে। শরীরিক অবনতি ও অর্থব্যয়।

..
মকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারিঅনেক কাজ অসম্পূর্ণ থেকে যেতে পারে। স্ত্রী বা মায়ের সহানুভূতি লাভ করবেন। নতুন কোনো ব্যবসার সূত্র থেকে অর্থপ্রাপ্তির যোগ।

..
কুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারিপ্রতিরক্ষা বিভাগে নিযুক্তদের উন্নতি। হিসাব পরীক্ষকদের কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির সুযোগ আসবে। কোনো বন্ধু বিয়োগে মানসিক আঘাত পেতে পারেন।

..
মীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চনিজেকে সংযত রাখবেন। বেকারদের চাকরির সুযোগ আসতে পারে। স্ত্রী সহানুভূতি লাভ করবেন। দাম্পত্য জীবন শান্তিপূর্ণ হবে। চাকরিক্ষেত্রে অস্থিরতা দেখা দিতে পারে।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, মে ২৫, ২০১৮
এএ