প্রকৃতিগত ভাবে আপনি: অস্থিরমনা এবং নরম গরম ভাব যুক্ত। এদের মনের মধ্যে দ্বিবিধ ভাব বেশি থাকে, একই সঙ্গে কাউকে ভালোবাসে, আবার ঘৃণা করে।
মà§à¦·
মেষ ২১ মার্চ-২০ এপ্রিলনিরাপত্তা বিভাগে নিযুক্তদের পদোন্নতি হতে পারে। সরকারি চাকরিক্ষেত্রে হঠাৎ বদলির আদেশ আসতে পারে। কাজকর্মে আয়বৃদ্ধি ঘটলেও নিজের ত্রুটিতে কিছু ক্ষতিও হতে পারে।
বà§à¦·
বৃষ ২১ এপ্রিল-২০ মেবিজ্ঞান গবেষণায় নিযুক্ত ব্যক্তিরা সাফল্যের আশা করতে পারেন। শিক্ষক ও অধ্যাপকদের কোনো শুভ সংবাদে কাজের আগ্রহ বৃদ্ধি পাবে। নিজেদের কাজে যাতে কোনো ত্রুটি না থাকে সে বিষয়ে লক্ষ্য রাখবেন।
মিথà§à¦¨
মিথুন ২১ মে-২০ জুনকৃষিজীবীদের কোনো অসুবিধা বা আর্থিক ক্ষতি দেখা দিতে পারে। সঙ্গীত ও অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টি অনুকূল। পত্নীর স্বাস্থ্যের জন্য দুশ্চিন্তা।
à¦à¦°à§à¦à¦
কর্কট ২১ জুন-২০ জুলাইচাকরিক্ষেত্রে সুনাম পাবেন। ঋণ পরিশোধ করতে পেরে মানসিক শান্তি পাবেন। আর্থিক অবস্থা মোটামুটি থাকলেও আপনার মনে কিছুটা অভাববোধ থাকবে।
সিà¦à¦¹
সিংহ ২১ জুলাই-২১ আগস্টসংসারের উপর একটা বিতৃষ্ণা আসতে পারে। অহেতুক চিন্তা করবেন না। কোন আর্থিক পরিকল্পনা করতে পারেন। কোন ভাইয়ের সহযোগিতা পাবেন।
à¦à¦¨à§à¦¯à¦¾
কন্যা ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বরকোনো ভাবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। কোনো নারীর প্রতি আসক্তিতে অনর্থ ঘটতে পারে। কাজে বা অংশীদারি ব্যবসায় প্রাধান্য বিস্তার করবেন।
তà§à¦²à¦¾
তুলা ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবরঅধ্যাপক ও আইনজ্ঞদের যশ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। অযথা সত্য কথা বলার জন্য শত্রুবৃদ্ধি ঘটবে। সামাজিক কাজে সুনাম ও অনেকের সহযোগিতা পাবেন। সক্রিয় রাজনীতি করার ফলে শত্রু বাড়ার সম্ভাবনা।
বà§à¦¶à§à¦à¦¿à¦
বৃশ্চিক ২৩ অক্টোবর - ২১ নভেম্বরঅপরিণামদর্শিতার ফলে অর্থোপার্জনে বিঘ্ন ঘটবে। কাজকর্মে বা চাকরিক্ষেত্রে কোনো পরিবর্তন আসতে পারে। পরিবারের কারো অসুস্থতা হতাশা গ্রস্থ করবে। চাকরিক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে সুখ্যাতি পাবেন।
...
ধনু ২২ নভেম্বর - ২০ ডিসেম্বরনতুন কাজে হাত দেবার আগে নিজের সামর্থ সম্বন্ধে চিন্তা করবেন। সাহিত্যিকদের শুভ বলা যায়। বৈষয়িক সম্পত্তির ব্যাপারে সমস্যা দেখা দেবে। চিকিৎসকদের চিকিৎসায় নাম-যশ বৃদ্ধি পাবে।
..
মকর ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারিপ্রযুক্তিবিদদের দক্ষতা বৃদ্ধি ও বিদেশ যাওয়ার সুযোগ আসবে। উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। গবেষণায় নিযুক্ত ব্যক্তির সঙ্গে কর্তৃপক্ষের মতবিরোধ দেখা দিতে পারে। যানবাহনে চলাকালে ক্ষতির সম্ভাবনা।
..
কুম্ভ ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারিকোন গঠনমূলক কাজে নেতৃত্ব দিতে পারেন। মৌলিক গবেষণার কাজের সফল হবেন। পিতা বা মাতার শরীর অসুস্থ হলে অবহেলা করবেন না। চাকরিক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে।
..
মীন ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চসহকর্মীদের সহযোগিতা পেলেও কেউ ঈর্ষান্বিত হতে পারে। পুরানো কোনো রোগ মাথাচাড়া দিতে পারে। রাজনৈতিক নেতাদের কোনো সমস্যার সমাধান হবে কাজকর্মের দায়িত্ব বাড়বে।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ০১, ২০১৮
এসএইচ