ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

তথ্যপ্রযুক্তি

রবির আয়োজনে কুইজ বিজয়ীদের সঙ্গে মুশফিক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, ডিসেম্বর ৩০, ২০১৪
রবির আয়োজনে কুইজ বিজয়ীদের সঙ্গে মুশফিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মোবাইল ফোন অপারেটর রবির আয়োজনে কুইজ বিজয়ীদের সঙ্গে   নৌশভোজে অংশ নিলেন বাংলাদেশ ক্রিকেট (টেস্ট) দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

এ উপলক্ষে রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন ক্রিকেট কুইজের ১৫ বিজয়ী, যারা সবাই মুশফিকের ভক্ত।

বাংলাদেশে এই প্রথম মুশফিকুর রহিমের সঙ্গে রবির গ্রাহকরা এমন আনন্দ ঘন আয়োজন উপভোগ করল। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ও আয়োজনে ছিল লাইভ টেকনলজিস লিমিটেড।

কুইজ প্রতিযোগীতায় রবির লক্ষাধিক গ্রাহক অংশ নেন। এর মধ্য মাত্র ১৫ সৌভাগ্যবান মুশফিকের সঙ্গে নৈশভোজের সুযোগ পান।

অনুষ্ঠানে রবি ও লাইভটেকনলজিস’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ