ঢাকা: বিশ্বের সেরা স্মার্টফোন কোম্পানিগুলোর মানসম্মত বিভিন্ন মডেলের হ্যান্ডসেট আকর্ষণীয় ছাড়ে কেনার সুযোগ দিতে মোবাইল ফোন অপারেটর রবি শুরু করেছে মুক্তি উৎসব।
শুক্রবার (১৮ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এ উৎসবে গ্রাহকরা বিশ্বের সেরা স্মার্টফোন কোম্পানিগুলোর মানসম্মত বিভিন্ন মডেলের হ্যান্ডসেট আকর্ষণীয় ছাড়ে কেনার সুযোগ পাচ্ছেন।
দেশে স্মার্টফোনের ব্যবহার বাড়াতে আয়োজিত এবারের চারদিনব্যাপী উৎসবটি শেষ হবে ২১ ডিসেম্বর। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে গ্রাহকরা এ অভাবনীয় সুযোগটি নিতে পারবেন।

undefined
রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আয়োজনের প্রথম দিনই প্রযুক্তিপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে মুক্তি উৎসব। দেশজুড়ে রবি-ওয়াক-ইন সেন্টারগুলোতে গ্রাহকদের ভিড় তারই প্রতিফলন।
গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় গত বছরের ধারাবাহিকতায় এবারও এই আয়োজন বলে জানায় রবি।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এমআইএইচ/এএ