ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় ৬ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, এপ্রিল ২, ২০২৩
ইউক্রেনে রাশিয়ার বোমা হামলায় ৬ বেসামরিক নিহত

ইউক্রেনের পূর্বাঞ্চলের কোস্তিয়ান্তিনিভকায় রাশিয়ার বোমা হামলায় অন্তত ছয় বেসামরিক নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন অন্তত আটজন।

রোববার সকালের দিকে এই হামলার ঘটনা ঘটে। ইউক্রেনের শীর্ষ এক কর্মকর্তা এমন দাবি করেছেন।  

বাখমুতের মাত্র ২০ কিলোমিটার পশ্চিমে কোস্তিয়ান্তিনিভকায় যুদ্ধ শুরুর আগে ৭০ হাজার লোকের বাস ছিল। গেল আট মাস ধরে আট মাস ধরে বাখমুত যুদ্ধের কেন্দ্রে পরিণত হয়েছে। রাশিয়ার বাহিনী শহরটি দখলে নিতে মরিয়া।  

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক টেলিগ্রামে বলেন, রাশিয়ার বাহিনী কোস্তিয়ান্তিনিভকায় অনেক পরিমাণে বোমা নিক্ষেপ করেছে।  

তিনি বলেন, ১৬টি অ্যাপার্টমেন্ট ভবন, আটটি ব্যক্তিগত বাড়ি, কিন্ডারগার্টেন ও একটি প্রশাসনিক ভবন বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।