ঢাকা, রবিবার, ২ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, এপ্রিল ১০, ২০২৩
পাকিস্তানে পুলিশের গাড়িতে বোমা হামলা, নিহত ৪

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় পুলিশের গাড়িতে লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তব চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে এই খবর জানা গেছে। আল জাজিরা।

বেসামরিক হাসপাতালের মুখপাত্র ওয়াসিম বেগ আল জাজিরাকে বলেন, সোমবার নিহত ৪ ও আহত ১৫ জনকে হাসপাতালে আনা হয়েছে।

তিনি বলেন, শহরের কান্দহারি বাজার এলাকায় পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে দুজন পুলিশ সদস্য রয়েছেন। এক মেয়ে ও আরেক বেসামরিক নিহত হয়েছেন।  

হাসপাতালে উপস্থিত মিঠা খান নামে পুলিশের এক কর্মকর্তা বলেন, এখনও এটি পরিস্কার নয় যে, হামলাটি আত্মঘাতি নাকি ঘটনাস্থলেই বোমা রাখা রাখা ছিল।  

তিনি বলেন, গাড়িতে পুলিশের জ্যেষ্ঠ এক কর্মকর্তা ছিলেন। তিনি একটি পুলিশ স্টেশনে যাচ্ছিলেন। তিনি অক্ষত থাকলেও গাড়িচালক ও নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।