ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জার্মানিতে মার্সিডিস-বেঞ্জের কারখানায় গুলিতে দুজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, মে ১১, ২০২৩
জার্মানিতে মার্সিডিস-বেঞ্জের কারখানায় গুলিতে দুজন নিহত

জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলে মার্সিডিস-বেঞ্জের উৎপাদন কারখানায় গুলিতে দুজন নিহত হয়েছেন। আল জাজিরা এই খবর দিয়েছে।

মার্সিডিস-বেঞ্জ বলছে, আমরা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। কী ঘটনা ঘটেছে, সেই বিষয়ে জানার চেষ্টা চলছে। কর্মীদের নিরাপত্তা সবার আগে।

সিনডেলফিনজেনের ওই কারখানায় গুলির পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। কারখানাটিতে এস-ক্লাস মডেলের গাড়ি এসেম্বল করা হয়ে থাকে।  

স্থানীয় পুলিশ বৃহস্পতিবার টুইটারে বলেছে যে, কারখানায় কর্মীদের আর কোনো বিপদ নেই।

স্টুটগার্ট প্রসিকিউটরের মুখপাত্র বলেন, বৃহস্পতিবারের ঘটনায় তদন্ত চলছে। একজন ব্যক্তি ঘটনাটি ঘটিয়েছেন। কারখানার বাইরের কেউ জড়িত নন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ১১, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।