ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার ৬০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৬, ফেব্রুয়ারি ২১, ২০২৪
ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার ৬০ সেনা নিহত

অধিকৃত পূর্ব ইউক্রেনে একটি প্রশিক্ষণ অঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার অন্তত ৬০ সেনা নিহত হয়েছে।  

সংশ্লিষ্ট সূত্রগুলো বিবিসিকে বলেছে, জ্যেষ্ঠ এক কমান্ডার আগমন ঘিরে সেনাদের সেখানে জড়ো করা হয়েছিল।

 

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, বহুজন নিহত হয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ও তার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে এ হামলার ঘটনা ঘটে।  

সাক্ষাৎকালে শোইগু ফ্রন্টলাইনের বেশ কয়েকটি এলাকায় রাশিয়ার সাফল্যের দাবি করেন এবং আভদিভকা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেন।  

দোনেৎস্ক অঞ্চলে ট্রুডোভস্কি গ্রামের কাছে হামলার ঘটনায় রাশিয়া বা ইউক্রেন কোনো মন্তব্য করেনি।  

প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬তম মোটরাইজড রাইফেল ব্রিগেডের সদস্যরা পূর্ব সামরিক অঞ্চলের ২৯তম সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল ওলেগ মোইসিয়েভের আগমনের জন্য অপেক্ষা করছিলেন। ৬তম মোটরাইজড রাইফেল ব্রিগেডের ঘাঁটি সাইবেরিয়ার ট্রান্সবাইকাল অঞ্চলে।

ওই ঘটনায় বেঁচে যাওয়া এক সৈনিক ভিডিওতে বলেন, ব্রিগেডের কমান্ডাররা তাদের একটি খোলা মাঠে দাঁড় করিয়েছিলেন।

তাদের ওপর যুক্তরাষ্ট্র-নির্মিত হিমার্স উৎক্ষেপণ ব্যবস্থা থেকে মিসাইল দুটি ছোড়া হয়েছিল।

এ ভিডিওসহ অন্যান্য ভিডিওতে দেখা যায়, বহু সৈন্য মৃত অবস্থায় একটি মাঠে পড়ে আছে। যারা বেঁচে ছিলেন, তাদের অনুমান অন্তত ৬০ জন নিহত হয়েছেন।  

বিবিসি ভিডিও ফুটেজগুলো যাচাইয়ে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ