ঢাকা, বৃহস্পতিবার, ১ কার্তিক ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

নদীতে ভাসছিল শিশুর মুণ্ডহীন দেহ, মণিপুরে সংঘাত বাড়ছেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২১, নভেম্বর ১৮, ২০২৪
নদীতে ভাসছিল শিশুর মুণ্ডহীন দেহ, মণিপুরে সংঘাত বাড়ছেই

আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরের জিরিবাম জেলা। রবিবার জেলার বাবুপাড়া এলাকায় উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে এক যুবকের মৃত্যু হয়।

  

এসময় জিরিবাম জেলায় বিজেপি এবং‌ কংগ্রেসের দু’টি দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। এর আগে রাজ্যের রাজধানী ইম্ফলে বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল।

জিরিবামে আসাম সীমানা লাগোয়া অঞ্চল থেকে কুকিদের হাতে ছয় মেইতেই অপহরণের শিকার হওয়ার পর নদীতে ছ’টি দেহ ভেসে আসলে নতুন করে উত্তেজনা শুরু হয়। শনিবার রাতে রাজ্যের ছয় বিধায়কের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এমনকি, ইম্ফল পূর্ব জেলার লুয়াংশাংবামে মুখ্যমন্ত্রী বীরেন সিংহের পৈতৃক বাড়িতে হামলার চেষ্টা হয়।

রবিবারও জিরিবাম জেলার জিরি নদীতে মরদেহ ভাসতে দেখা যায়। তাদের মধ্যে একটি ছিল এক ষাটোর্ধ্ব মহিলা এবং অপরটি দুই বছর বয়সী এক শিশুর। তার দেহটি মুণ্ডহীন ছিল। খবর আনন্দবাজার
 
সহিংসতার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করেছে মণিপুর পুলিশ। তারা সকলেই ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। রাজধানী ইম্ফল-সহ বিস্তীর্ণ এলাকায় জারি করা হয়েছে কারফিউ। বন্ধ ইন্টারনেট পরিষেবাও।

মেইতেই গোষ্ঠী মণিপুর সরকারকে হুঁশিয়ারি দিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে যদি অভিযুক্তদের ধরা না হয়, বিক্ষোভ আরও তীব্রতর হবে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ