ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

উড়োজাহাজ দুর্ঘটনা: ‘মনে হয় না আর কেউ বেঁচে আছেন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৪, জানুয়ারি ৩০, ২০২৫
উড়োজাহাজ দুর্ঘটনা: ‘মনে হয় না আর কেউ বেঁচে আছেন’

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির পোটোম্যাক নদীর ওপর মাঝ-আকাশে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় কেউ বেঁচে নেই, এমনই বিশ্বাস কর্মকর্তাদের। খবর বিবিসির।

হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা ছিলেন। আর আমেরিকান এয়ারলাইন্সের ওই উড়োজাহাজে ৬০ জন যাত্রী ও চার জন ক্রু সদস্য  ছিলেন। বুধবার রাতে রোনাল্ড রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে আকাশযান দুটির মধ্যে সংঘর্ষ হয়।

মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে কয়েক ভাগে বিভক্ত হয়ে যায়। আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে অক্ষত অবস্থায় উল্টে ছিল।

ওয়াশিংটনের দমকল বাহিনীর প্রধান জন ডনেলি জানান, এ পর্যন্ত ২৮ জনের মরদেহ পাওয়া গেছে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের মনে হয় না কেউ এ দুর্ঘটনায় বেঁচে আছেন।

নতুন পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, এটি ছিল একটি পরিষ্কার রাত, পাইলটরা ছিলেন অভিজ্ঞ। সংঘর্ষের আগে সবকিছু ছিল স্বাভাবিক। কিন্তু স্পষ্টতই দুর্ঘটনাটি ঘটেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে একটি ভয়ংকর দুর্ঘটনা বলে বর্ণনা করেন এবং জরুরি সেবা দেওয়া সংস্থাগুলোর অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানান।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুলে ট্রুথ সোশ্যালে লেখেন, কেন হেলিকপ্টারটি উপরে বা নিচে গেল না, বা মোড় নিল না? কেন কন্ট্রোল টাওয়ার হেলিকপ্টারকে নির্দেশ না দিয়ে শুধু জিজ্ঞেস করল, তারা বিমানটিকে দেখতে পাচ্ছে কি না।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ