ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশের প্রকল্পে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশের প্রকল্পে যুক্তরাষ্ট্রের অর্থায়ন বাতিল

বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন প্রকল্পে অর্থায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের নেতৃত্বাধীন নতুন পরামর্শক সংস্থা।  

এর মধ্যে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার জন্য ২৯ মিলিয়ন বা প্রায় তিন কোটি ডলারের বরাদ্দ ছিল, সেটিও রয়েছে।

 

এ ছাড়া বাজেট অনুযায়ী, ভারতে ভোটার উপস্থিতি বাড়াতে ২১ মিলিয়ন বা ২ কোটিরও বেশি ডলারের যে বরাদ্দ ছিল, সেটিও বাতিল করা হয়েছে। এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে এক পোস্টে এসব জানিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ (ডিওজিই)।

বিশ্বব্যাপী বিভিন্ন দেশে নির্বাচন ব্যবস্থার কনসোর্টিয়াম এবং রাজনৈতিক প্রক্রিয়া শক্তিশালী করতে ৫০০ কোটির কাছাকাছি ডলার বা ৪৮৬ মিলিয়ন ডলার বাজেট স্থগিত করেছে মার্কিন সংস্থাটি।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ডিওজিই- নামে ওই উপদেষ্টা পর্ষদ গঠন করেন।  এর কাজ হলো যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে যেসব সরকারি চাকরি ও অন্যান্য খরচ হচ্ছে, তাতে লাগাম টানা।

সংস্থাটি মার্কিন ফেডারেল কর্মী কমানোর পাশাপাশি যেখানেই অর্থের অপচয় মনে হবে- সেখানেই লাগাম টানবে। সংস্থাটির ঘোষণায় লৈঙ্গিক সমতা ও নারী ক্ষমতায়নের জন্য বরাদ্দ চার কোটি ডলারও বাতিল করা হয়েছে।

বিবিসি অবলম্বনে

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ