ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে ২৪ স্থাপনায় ভারতের হামলা: বিবিসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, মে ৭, ২০২৫
পাকিস্তানে ২৪ স্থাপনায় ভারতের হামলা: বিবিসি ভারতীয় গোলায় বিধ্বস্ত মুজফ্ফরাবাদের বিলাল মসজিদ। ছবি: বিবিসি

পাকিস্তানে ২৪টি স্থাপনায় ভারত হামলা চালিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। বিবিসিকে তিনি বলেছেন, তার (পাকিস্তান) দেশের ছয়টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ভারত।

পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়া, মুরদিক, শিয়ালকোট এবং শকরগড় ও পাকিস্তানশাসিত কাশ্মীরের কোটলি ও মুজফ্ফরাবাদে এসব হামলা হয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, পাঞ্জাব প্রদেশের আহমদপুর শারকিয়া শহরের শুভান মসজিদে চারটি হামলা হয়েছে। এই হামলায় একটি তিন বছরের শিশুকন্যাসহ পাঁচজন মারা গেছেন এবং ৩১ জন আহত হয়েছেন। এছাড়া লাহোর থেকে ৪০ কিলোমিটার দূরের এলাকা পাঞ্জাবের শেখুপুরা জেলার মুরিদকে শহরেও হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী।

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন, মুরিদকে শহরে জামাত-উদ-দাউদের ভ্রাতৃপ্রতিম সংগঠন দাওয়া ওয়া আল ইরশাদের কেন্দ্র। সেখানে উম-আল-কারা মসজিদ এবং তার আশপাশের এলাকাকে লক্ষ্য করে ভারত হামলা চালিয়েছে। এতে একজন নিহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন।

পাকিস্তানশাসিত কাশ্মীরের রাজধানী মুজফ্ফরাবাদের বিলাল মসজিদেও হামলা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের সেনা মুখপাত্র।

বিবিসির সংবাদদাতার বরাতে জানা গেছে, মুজফ্ফরাবাদের যে অঞ্চলে হামলা হয়েছে, সেখান থেকে মানুষজন পালাচ্ছেন। রাস্তায় গাড়ির লম্বা লাইন পড়ে গেছে।

এদিকে নিয়ন্ত্রণ রেখার খুব কাছাকাছি এলাকা কোটলিতে ভারতের হামলায় দুই কিশোর মারা গেছে। দুজন নারীও আহত হয়েছেন ওই হামলায়।

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, শিয়ালকোটেও দুটি গোলা এসে পড়েছে। তবে কোটলি লোহারাণে এসে পড়া ওই দুটি গোলার একটি বিস্ফোরিত হয়নি। হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত এলাকাটি। ভারতীয় পাঞ্জাবের গুরুদাসপুর এবং জম্মুর নিকটবর্তী শহর শকরগড়েও দুটি ভারতীয় গোলা ছোঁড়া হয়েছে।  

লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, গোলা দুটি একটি চিকিৎসাকেন্দ্রের সামান্য কিছু ক্ষতি হয়েছে।  

ভারত সরকারের দাবি, তারা পাকিস্তানের নয়টি স্থানে হামলা চালিয়েছে এবং কোনো ক্ষেত্রেই পাকিস্তানের সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না।  

এক বিবৃতিতে ভারত সরকার জানায়, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে।  

এসব হামলার বিষয়ে এক প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও টিভিকে বলেন, ভারত যেসব স্থাপনায় হামলা চালিয়েছে, সেগুলো সম্পূর্ণভাবে বেসামরিক এলাকা— কোনো সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো নয়।  

আরও পড়ুন>> 

পাকিস্তানে ভারতের হামলায় নিহত ৮, আহত ৩৫

পাকিস্তানে ভারতের হামলা, যা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ভারতকে ‘জায়গামতো’ জবাব দিতে পারি, জাতিসংঘকে বলল পাকিস্তান

এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Scratch over any ad to remove it