ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

‘অপারেশন সিঁদুর’ শুরুর আগে পাকিস্তানকে সতর্কবার্তা দেওয়া নিয়ে ভারতে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৭, মে ১৮, ২০২৫
‘অপারেশন সিঁদুর’ শুরুর আগে পাকিস্তানকে সতর্কবার্তা দেওয়া নিয়ে ভারতে তোলপাড় কথা বলছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর/ছবি: সংগৃহীত

‘অপারেশন সিঁদুর’ সম্পর্কে পাকিস্তানকে সতর্ক করা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি।  

মন্ত্রণালয় খোলাসা করেছে, ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার আগে পাকিস্তানের উদ্দেশে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।

সংবাদ সংস্থার (এএনআই) বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পরে প্রাথমিকপর্যায়ের কথা বোঝাতে চেয়েছেন জয়শঙ্কর। তার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।  

গণমাধ্যমে দেওয়া জয়শঙ্করের একটি প্রতিক্রিয়াকে কেন্দ্র করে বিতর্ক ও তোলপাড় শুরু হয়। এ সংক্রান্ত ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘অভিযানের (অপারেশন সিঁদুর) শুরুতে আমরা পাকিস্তানকে একটি বার্তা দিয়েছিলাম। বলা হয়েছিল, আমরা জঙ্গিঘাঁটিতে আঘাত করছি। আমরা (পাকিস্তানের) সামরিক বাহিনীর ওপর কোনো হামলা করছি না। এই কাজে হস্তক্ষেপ না করা এবং এর থেকে দূরে থাকার বিকল্প (অপশন) রয়েছে (পাকিস্তানি) সামরিক বাহিনীর কাছে। তবে তারা সেই সুপরামর্শ নিতে চায়নি। ’

সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিও ছড়িয়ে পড়লে দেশটির রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে। অভিযান শুরুর মুখে বা আগেই পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছিল, এমন ব্যাখ্যাও করেছেন কেউ কেউ।

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও এ নিয়ে প্রশ্ন তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘আমাদের আক্রমণ শুরুর সময় পাকিস্তানকে তা জানিয়ে দেওয়া ছিল একটি অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে। ’

ওই পোস্টে তিনি দুটো প্রশ্নও তুলেছেন। তিনি লিখেছেন, এই সিদ্ধান্তে কে অনুমোদন দিয়েছিলেন? এর ফলে ভারতীয় বিমান বাহিনী কতগুলো বিমান হারিয়েছে? 

জয়শঙ্করের ওই ভিডিও ঘিরে বিতর্ক ছড়াতেই কেন্দ্রীয় সরকারি সংস্থা ‘প্রেস ইনফরমেশন ব্যুরো’ (পিআইবি) সমাজমাধ্যমে তথ্য যাচাই করে একটি বিবৃতি দেয়।

‘পিআইবি ফ্যাক্ট চেক’র সমাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়, জয়শঙ্করের মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।  

পরে এএনআইও ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা প্রকাশ করে।  

এএনআই জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য হচ্ছে, ‘জয়শঙ্কর বলেছিলেন আমরা শুরুতে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছিলাম, যা স্পষ্টতই ‘অপারেশন সিঁদুর’ শুরু হওয়ার পরের প্রাথমিক পর্যায়ে। এটিকে (অভিযান) শুরুর আগে থেকেই বলে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। তথ্যের এই সম্পূর্ণ ভুল উপস্থাপনা কাম্য নয়। ’

জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি আক্রমণে পাকিস্তানের হাত রয়েছে বলে ভারতের অভিযোগ। যদিও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে আসছে। এই প্রেক্ষাপটে ৭ এপ্রিল রাতে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। ভারত ওই সময় পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিতে হামলা করেনি। যদিও এর পরে ভারতের ওপর হামলা চালায় পাকিস্তান এবং ভারতও জবাব দেয়।

ইইউডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Scratch over any ad to remove it