ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, জুন ১৪, ২০২৫
ইরানের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ

ইরানের ওপর ইসরায়েলি হামলার পর তেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে মুসলিম দেশগুলোর প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে বলেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক প্রতিটি মঞ্চে তাদের সমর্থন করব।

শনিবার (১৪ জুন) তিনি বলেন, ইসরায়েল কেবল ইরান নয়, ইয়েমেন এবং ফিলিস্তিনকেও টার্গেট করেছে। মুসলিম দেশগুলো যদি এখন ঐক্যবদ্ধ না হয়, তাহলে প্রত্যেকে একে একে একই পরিণতির মুখোমুখি হবে।

পাকিস্তানের এই মন্ত্রী সব মুসলিম রাষ্ট্রকে ইসরায়েলের সঙ্গে অবিলম্বে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান এবং বিষয়টি নিয়ে জরুরি বৈঠক ডাকার জন্য ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) অনুরোধ করেন।

এদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইসরায়েলের হামলাকে ‘ইরানের সার্বভৌমত্বের নগ্ন লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন।

ইরান ও পাকিস্তানের মধ্যে রয়েছে প্রায় ৭৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত, যা দুই দেশের ভৌগোলিক ও কৌশলগত সম্পর্ককে গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই প্রেক্ষাপটেই ইসলামাবাদ জানিয়েছে— তেহরানের এই সংকটময় মুহূর্তে তারা ইরানের পাশে রয়েছে।

পাকিস্তানের এই অবস্থান মুসলিম বিশ্বের অন্যান্য দেশের দৃষ্টিভঙ্গিকে আরও স্পষ্ট ও সংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ