ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

শঙ্কায় সময় কাটছে তেহরানের বাসিন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২২, জুন ১৫, ২০২৫
শঙ্কায় সময় কাটছে তেহরানের বাসিন্দাদের ইসরায়েলি হামলার পর ইরানের রাজধানীতে লোকজন জড়ো হন

ইসরায়েলের হামলার মধ্যে তেহরানের সাধারণ মানুষের জীবনযাত্রা এখন চরম সংকটে। বিবিসি পার্সিয়ান সংবাদদলের সঙ্গে কথা বলেছেন সেখানকার কয়েকজন বাসিন্দা, যারা নিজেদের কষ্ট আর শঙ্কার কথা শুনিয়েছেন।

এক নারী বলেন, আমি ভাবছি রাজধানী ছেড়ে কোথাও ছোট শহর বা গ্রামে চলে যাব, যেখানে আমরা নিরাপদ থাকতে পারি। কিন্তু আমাদের সবার পরিবারের কেউ না কেউ আছেন, যাদের আমরা ছাড়তে পারি না। আমাদের সঙ্গে যা ঘটছে তা একেবারেই অন্যায়।

তিনি আরও বলেন, আমাদের অনেকেই এখন যেন প্যারালাইজড হয়ে গেছেন, যা খুবই বিরক্তিকর। আমাদের দেশের নেতারা আমাদের জীবন নিয়ে কোনো কিছু ভাবেন না বলে আমাদের কষ্ট হচ্ছে। আমরা সবাই ভয়ে, ক্লান্তিতে এবং উদ্বেগে দিন কাটাচ্ছি। এটি অত্যন্ত কঠিন এবং বেদনাদায়ক।  

আরেকজন নারী জানান, আমি গত দুরাত ধরে ঘুমাতে পারছি না। আমি এমন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি যা আমার অতীতের ইরান-ইরাক যুদ্ধে বোমা হামলা এবং শেল্টারে থাকার স্মৃতিকে আবার মনে করিয়ে দিচ্ছে।

ইরান ও ইসরায়েল শুক্রবার থেকে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) দাবি করেছে, তারা এখন পর্যন্ত ইরানের ২০ জন সামরিক কমান্ডারকে হত্যা করেছে। ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে বিমান হামলা চালাচ্ছে আইডিএফ।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর আগে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল হামলা বন্ধ না করলে ইরান এর চেয়েও কঠিন প্রতিশোধ নেবে।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।