ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

ইরানের পাশে থাকার ঘোষণা হামাসের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৫৪, জুন ১৬, ২০২৫
ইরানের পাশে থাকার ঘোষণা হামাসের হামাসের সশস্ত্র যোদ্ধারা

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের প্রতি সমর্থন জানিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড।

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, আমরা ইরান, তাদের নেতৃত্ব এবং জনগণের পাশে আছি।

তারা ফিলিস্তিনি সংগ্রাম ও প্রতিরোধে ইরানি নেতাদের ‘ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা’র প্রশংসা করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, চলমান ‘জায়নবাদী আগ্রাসনে’ নিহত ইরানের শীর্ষ সামরিক কমান্ডার এবং বেসামরিক নাগরিকদের জন্য গভীর শোক প্রকাশ করছে হামাস।

তারা বলেছে, ইরানের পাল্টা জবাব ‘ইসরায়েলি দখলদারত্বের ভিত কাঁপিয়ে দিয়েছে। ’

বিবৃতিতে হামাস বলেছে, আমাদের জনগণ, বিশেষ করে গাজাবাসী, গর্বভরে দেখেছে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী পাল্টা আঘাত।

শুক্রবার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং বেসামরিক এলাকায় হামলা চালায় ইসরায়েল।

এর জবাবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় তেহরান। সেই থেকে পাল্টাপাল্টি হামলা চলছেই।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ