ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বেসামরিক আফগান হত্যার অভিযোগ ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫৮, জুলাই ৫, ২০১৭
বেসামরিক আফগান হত্যার অভিযোগ ব্রিটিশ সেনাদের বিরুদ্ধে ছবি-সংগৃহীত

ঢাকা: আফগানিস্তানে বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ উঠলো ব্রিটেনের বিশেষ বাহিনীর বিরুদ্ধে। এ সংক্রান্ত অভিযোগ বর্তমানে তদন্ত করছে ব্রিটিশ মিলিটারি পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সম্প্রতি এক আফগান ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছে যার পরিবারের চার সদস্যকে হত্যা করেছে ব্রিটিশ বিশেষ বাহিনী।

‌এর আগে ২০১৬ সালে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা আফগানিস্তানে ২০০৫ সাল থেকে ২০১৩ সালের মধ্যে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ৬০০টি অভিযোগ পেয়েছে।

বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানায়, তারা ( ব্রিটিশ বিশেষ বাহিনী) আমার চোখ বেঁধে সারা রাত একটি ঘরে বন্ধ করে রাখে। ভোরবেলা তারা আমার চোখ খুলে দিয়ে বলে, তাদের এলাকা ত্যাগ না হওয়া  পর্যন্ত আমি যেন ঘরের বাইরে বের না হই। হেলিকপ্টারের আওয়াজ মিলিয়ে যাওয়ার পর আমি ঘর থেকে বের হয়ে দেখি তারা আমার বাবা, দুই ভাই এবং চাচাতো ভাইকে গুলি করেছে।

এ ব্যাপারে আফগানিস্তানে কর্মরত ব্রিটেনের সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা ক্রিস গ্রিন বিবিসিকে জানান, তিনি যখন বিশেষ বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর শুরু করেন তখন তাকে থামিয়ে দেয়া হয়।

তিনি আরও বলেন, ব্রিটিশ বাহিনীর সেনারা খুবই কঠোরভাবে তাদের নিয়মনীতির মধ্যে থেকে কার্যক্রম পরিচালনা করে। কিন্তু আমার মনে হয় বিশেষ বাহিনীর সদস্যরা সব সময় এই নিয়ম পালন করেনি।

তাদের দায়বদ্ধতার ব্যাপারে আমার পর্যবেক্ষণ হলো, আমি তাদের কোনো দায়বদ্ধতা দেখিনি।

যখন আমি তাদের কাছ থেকে তথ্য জানতে চাইলাম তখন আমার ‍সামনে গোপনীয়তার দেয়াল খাড়া করা হয়।

ব্রিটেনের লেবার পার্টির নেতা জেরেমি করবিন এবং ব্রিটিশ পাবলিক প্রসিকিউশনের সাবেক পরিচালক লর্ড ম্যাকডোনাল্ড এ ব্যাপারে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন।

করবিন বলেন, আমাদের সশস্ত্রবাহিনীর সাহস এবং দায়িত্বপরায়নতার ব্যাপারে সুনাম রয়েছে। কিন্তু এই অভিযোগের ব্যাপারে যদি কোনো পদক্ষেপ না নেই, তবে এর মাধ্যমে আমরা আমাদের সশস্ত্র বাহিনীর সুনাম ও নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবো।

বাংলাদেশ সময়: ১১০১ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।