ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

খাবার দিতে দেরি করায় বউকে মেরেই ফেললেন ভারতীয়!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৪, জুলাই ১০, ২০১৭
খাবার দিতে দেরি করায় বউকে মেরেই ফেললেন ভারতীয়! প্রতীকী ছবি

খাবার দিতে দেরি হয়েছে শুধু। তার জন্য ঝগড়া করে শেষ পর্যন্ত স্ত্রীকে গুলি করে মেরেই ফেললেন এক ভারতীয় বৃদ্ধ।

গত শনিবার (৮ জুলাই) নয়াদিল্লির কাছে গজিয়াবাদ শহরে ঘটেছে এই মর্মান্তিক হত্যাকাণ্ড। এসময় মাতাল ছিলেন অশোক কুমার নামে ৬০ বছর বয়সী ওই ব্যক্তি।

সোমবার (১০ জুলাই) তাকে আটক করার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

গজিয়াবাদ শহরের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা রুপেশ সিং বলেন, সেদিন রাতে মাতাল হয়ে বাড়ি ঢোকেন অশোক। বাড়ি এসেই হম্বিতম্ভি শুরু করেন তিনি।

এরমধ্যে তার স্ত্রী সুনয়নাকে (৫৫) রাতের খাবার দিতে বলেন। কিন্তু অশোকের অতি মাদকাসক্তিতে হতাশাগ্রস্ত সুনয়না এ নিয়ে কথা বলেন তার সঙ্গে। আর তাতেই তেঁতে ওঠেন অশোক। এক পর্যায়ে তুমুল ঝগড়া বাঁধিয়ে স্ত্রীর মাথায় গুলি করে দেন।

তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক সুনয়নাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা রুপেশ জানান, গ্রেফতার অশোক তার অপরাধ স্বীকার করে অনুতাপ প্রকাশ করছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।