ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

হারিকেন ‘ইরমা’র আঘাতে ফ্লোরিডায় ৪ জনের প্রাণহানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, সেপ্টেম্বর ১০, ২০১৭
হারিকেন ‘ইরমা’র আঘাতে ফ্লোরিডায় ৪ জনের প্রাণহানি হারিকেন ‘ইরমা’র আঘাতে ফ্লোরিডায় ৪ জনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় আঘাত হানা হারিকেন ‘ইরমা’য় এখন পর্যন্ত চারজনের প্রাণহানির খবর জানা গেছে। জলোচ্ছ্বাস ও দুর্ঘটনায় তাদের প্রাণহানির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। নিহতদের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন।

দীর্ঘ সময় পূর্ণশক্তি ধরে রাখা ইতিহাসের প্রথম ‘প্রাণঘাতী’ এ সামুদ্রিক ঝড়টি রোববার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে ফ্লোরিডার দ্বীপাঞ্চলে আঘাত হানে। এসময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার।


 
গত ৩০ আগস্ট আটলান্টিক মহাসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ ৫ ক্যাটাগরিতে রূপ নিলেও ফ্লোরিডায় আঘাতের সময় এর ক্যাটাগরি নামে ৪ এ। তবে এতে ঘূর্ণিঝড়টির শক্তি এতটুকুও কমেনি। বর্তমানে এটি প্রায় ১৩ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে এগোচ্ছে।
 
এদিকে ‘ইরমার’ আঘাতের ক্ষত না সারতেই ক্যারিবীয় দ্বীপ বারুবুডায় এগিয়ে যাচ্ছে আটলান্টিকে সৃষ্ট পরবর্তী ঘূর্ণিঝড় ‘জোস’। এটিও ক্যাটাগরি ৫ হারিকেন রূপ নেওয়ার আভাস দিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার।
 
‘প্রাণঘাতী’ ইরমা সর্বপ্রথম গত ৬ সেপ্টেম্বর বিকেলে ক্যারিবিয়ান উত্তর-পূর্বাঞ্চলীয় দ্বীপ বারবুডায় আঘাত হানে। এতে দ্বীপটির ৯০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়। উপড়ে যায় গাছপালা ও ঘরবাড়ির ছাদ, বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।
 
এরপর এটি গতিপথে কিউবা, পুয়ের্তো রিকো, হাইতিতে আঘাত হানে। পরে হারিকেনটি মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থল ফ্লোরিডা প্রণালী হয়ে ফ্লোরিডায় এগিয়ে যায়। কিউবায় আঘাত হানার আগে এটি ছিল  ক্যাটাগরি ৫ হারিকেন।
 
সেখানে তাণ্ডব চালিয়ে এটি শনিবার সকাল নাগাদ ৪ নম্বর ক্যাটাগরির হারিকেনে রূপ নেয়। কিন্তু ফ্লোরিডার দিকে এগোনোর সঙ্গে সঙ্গে হারিকেনটি ফের শক্তি সঞ্চয় করে।
 
কিউবান সংবাদমাধ্যম জানিয়েছে, ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়া ‘ইরমা’র আঘাতে কামাগাই দ্বীপপুঞ্জসহ অনেক এলাকায় ভূমিধস হয়েছে। সারাদেশে প্রাণ গেছে অন্তত ২৫ জনের। আর ফ্লোরিডায় চারজনের প্রাণহানির মাধ্যমে ‘ইরমা’র আঘাতে এ পর্যন্ত সে সংখ্যা দাঁড়ালো ২৯ জনে।

** পূর্ণশক্তিতে ফ্লোরিডার দক্ষিণাঞ্চলে আঘাত হেনেছে ‘ইরমা’
 
বাংলাদেশ সময়: ২৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।