ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

মুম্বাইয়ে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৩, জুন ২৮, ২০১৮
মুম্বাইয়ে প্লেন দুর্ঘটনায় পাইলটসহ নিহত ৫ সংগৃহীত ছবি

মুম্বাইয়ের জনবহুল ঘাটকোপার এলাকায় প্লেন দুর্ঘটনায় পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুন) বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। 

জানা গেছে, মুম্বাই এয়ারপোর্টে নামার ঠিক আগ মুহূর্তে ভবন নির্মাণাধীন এলাকায় প্লেনটি বিধ্বস্ত হয়। এসময় দুই পাইলট, দুই মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নিহত হন।

এছাড়া প্লেন দুর্ঘটনায় একজন স্থানীয়ও মারা গেছেন।

প্রশিক্ষণের অংশ হিসেবে প্লেনটি জুহু এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করেছিল বলে জানা গেছে।

২০১৪ সালে উত্তর প্রদেশ সরকার ১২ সিটের প্লেনটি মুম্বাইয়ের ইউওয়াই এভিয়েশেনের কাছে বিক্রি করে দেয়।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুন ২৮, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।