ঢাকা, রবিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৭ আগস্ট ২০২৫, ২২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় বাস্তুহারা মানুষের সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৫, জুলাই ৩, ২০১৮
সিরিয়ায় বাস্তুহারা মানুষের সংখ্যা বেড়ে প্রায় ৩ লাখ ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় বাস্তুহারা মানুষের সংখ্যা দিনদিন বাড়ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার মুখপাত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত দুই সপ্তাহে বাস্তুহারা মানুষের সংখ্যা বেড়েছে। এখন এ সংখ্যা বেড়ে দুই লাখ ৭০ হাজারে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে জাতিসংঘ তাদের বিবৃতিতে জানায়, তীব্র গোলাবর্ষণের কারণে এক লাখ ৬০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন। এর অধিকাংশই ইসরায়েল ও জর্ডান সীমান্তের বিভিন্ন অঞ্চল ও গ্রামগুলোতে আশ্রয় নিয়েছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) জর্ডানের মুখপাত্র মোহাম্মদ হাওয়ারি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দক্ষিণ সিরিয়ায় বাস্তুহারা মানুষের সংখ্যা দুই লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। এটাই সাম্প্রতিক তথ্য।

দেশটিতে যুদ্ধ শুরু হওয়ার পর জর্ডান কয়েক লাখ সিরিয়ান শরণার্থী গ্রহণ করে। কিন্তু পার্শ্ববর্তী আরেকটি দেশ ইসরায়েল গ্রহণ করতে অস্বীকৃতি জানায়।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন, জাহাজে পাঠানো সাহায্য জর্ডান সীমান্ত দিয়ে সিরিয়ায় প্রবেশের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।