ঢাকা, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

আসাদ হত্যা ষড়যন্ত্র অস্বীকার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, সেপ্টেম্বর ৬, ২০১৮
আসাদ হত্যা ষড়যন্ত্র অস্বীকার করলেন ট্রাম্প

ঢাকা:  সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রখ্যাত সাংবাদিক বব উডওয়ার্ডের নতুন বইয়ে ‘ট্রাম্পের নির্দেশে আসাদ হত্যার চেষ্টা হয়েছিল’ বলে উল্লেখ করা হলেও তা নাকচ করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি কখনোই এমন নির্দেশ দেইনি।’

প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসও তাকে উদ্ধৃত করে উডওয়ার্ডের বইয়ে উল্লেখিত অভিযোগ স্বীকার করেছেন। আর ডোনাল্ড ট্রাম্প বইটিকে চিহ্নিত করেছেন ‘জনমনে বিভ্রান্তি ছড়ানোর অনুষঙ্গ’ হিসেবে।


 
বাশার আল-আসাদকে হত্যাচেষ্টার পাশাপাশি উডওয়ার্ডের এই বইয়ে ট্রাম্পকে হোয়াইট হাউজের একজন ‘বিশৃঙ্খল প্রশাসক’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।
 
গত ৪ সেপ্টেম্বর ‘ফিয়ার: ট্রাম্প ইন দ্য হোয়াইট হাউস’ নামে লেখা বইটির সারাংশ প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। বইটিতে ২০ মাস ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনরত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের কর্মকর্তাদের অমিল ও টানাপোড়েনের বিস্তারিত তুলে ধরা হয়েছে। ১১ সেপ্টেম্বর বইটির মোড়ক উন্মোচনের কথা রয়েছে।
 
ওয়াটারগেট কেলেঙ্কারি ফাঁসে জড়িত বিখ্যাত সাংবাদিক উডওয়ার্ড দাবি বইটিতে করেন, ২০১৭ সালে দামেস্ক সরকারের ওপর রাসায়নিক হামলার দোষ চাপিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সে অনুরোধটি উপেক্ষা করেন।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮ 
এইচএল/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।