ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে প্রাণ গেলো একই পরিবারের ১০ জনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৯, সেপ্টেম্বর ২৭, ২০১৮
ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে প্রাণ গেলো একই পরিবারের ১০ জনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে অগ্নিনির্বাপক বাহিনী, ছবি: সংগৃহীত

ঢাকা: ওমানে একটি ঘরে আগুন লেগে গেছে এবং এর ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে একই পরিবারের ১০ জনের প্রাণহানি ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দেশটির পুলিশ ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, ওমানের সাহম অঞ্চলের খোর আল হামাম গ্রামের একটি বাড়িতে আগুন লাগে। আর এর ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে ঘরে থাকা ১০ জন মারা যান।

দেশের সিভিল ডিফেন্স অফিসাররা জানান, ওমানের রাজধানী মাসকাটের উত্তর-পশ্চিমে প্রায় ১৬৫ কিলোমিটার বা ১০০ মাইল দূরে একটি বাড়িতে আগুন লেগেছে খবর পায় অগ্নিনির্বাপক বাহিনী। পরে তারা ঘটনাস্থলে গিয়ে ১০টি মরদেহ উদ্ধার করে।

তারা জানান, অগ্নিকাণ্ডের সময় ওই পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে টের পেয়ে তারা ঘুম থেকে জেগে উঠলেও প্রচণ্ড ধোঁয়ায় দম বন্ধ হয়ে যায় তাদের।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।