ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণযোগ্য’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৪, মার্চ ৬, ২০২০
‘করোনা ভাইরাস নিয়ন্ত্রণযোগ্য’ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মারিয়া ভ্যান কারখোভ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. মারিয়া ভ্যান কারখোভ বলেন, করোনা ভাইরাস ‘নিয়ন্ত্রণযোগ্য’।

শুক্রবার (০৬ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

করোনা ভাইরাসের সংক্রমণ কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সেটি ভালোভাবে বুঝতে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে দু’ সপ্তাহ কাজ করেছেন ভ্যান কারখোভ।

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের বিস্তার রোধে গণস্বাস্থ্য সুরক্ষার মূল বিষয়গুলোই কাজ করছে। হাত ধোয়া, দূরত্ব বজায় রাখা, অসুস্থ অবস্থায় বাসা থেকে না বের হওয়া, প্রয়োজনে চিকিৎসা নেওয়া এবং ভাইরাসে যারা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন, তারা যেসব মানুষের সংস্পর্শে ছিলেন, তাদের খুঁজে বের করা- এসবই রোগ ছড়ানোর পরিমাণ কমায়। ’

তিনি বলেন, ‘সব দেশের ক্ষেত্রেই এ নিয়মগুলো খাটে। আমরা দেখতে পাচ্ছি, অনেক দেশই ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে পেরেছে। ’

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।