ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

স্বেচ্ছায় আইসোলেশনে ট্রুডো 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:২১, মার্চ ১৩, ২০২০
স্বেচ্ছায় আইসোলেশনে ট্রুডো 

করোনা ভাইরাস আক্রান্তের শঙ্কায় স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরি। কানাডার প্রধানমন্ত্রীর দপ্তরের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে। 

খবরে বলা হয়, বুধবার (১১ মার্চ) যুক্তরাজ্যে এক অনুষ্ঠানের পর ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি খানিকটা অসুস্থ বোধ করেন। এরপর থেকেই ট্রুডো ও তার স্ত্রী স্বেচ্ছা আইসোলেশনে আছেন।

তবে ট্রুডোর শরীরে করোনার লক্ষণ দেখা যায়নি।  

আর তার স্ত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না বলে জানায় কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়।  
 
এ দিকে ট্রুডোর কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, চিকিৎসকের পরামর্শে ট্রুডো ও তার স্ত্রী দুজনই বাড়িতে অবস্থান করছেন। তারা চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। বাসায় থেকেই প্রতিদিনের কাজ চালিয়ে যাচ্ছেন ট্রুডো। কিছু অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।