ঢাকা, মঙ্গলবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

করোনা: স্পেনে এবার ২৪ ঘণ্টায় ৭৬৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, মার্চ ২৭, ২০২০
করোনা: স্পেনে এবার ২৪ ঘণ্টায় ৭৬৯ জনের মৃত্যু

স্পেনে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনের মৃত্যু হয়েছে দেশটিতে।

শুক্রবার (২৭ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৬৯ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো ৪ হাজার ৮৫৮ জনের। দেশটিতে কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন প্রায় ৬৫ হাজার মানুষ।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। এতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে অন্তত সাড়ে ৫ লাখ মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ২৪ হাজার ৯০০ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে প্রায় ১ লাখ ৩০ হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।