ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বিল গেটস ও মেলিন্ডার বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৯, আগস্ট ৩, ২০২১
বিল গেটস ও মেলিন্ডার বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ

বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সে অনুসারে সোমবার আদালতের নথিতে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার কথা জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের ৩ মে বিবাহ বিচ্ছেদের আবেদন জানান বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস।  

বিচ্ছেদ হয়ে গেলেও তারা এক সঙ্গে জনগণের ভালোর জন্য কাজ চালিয়ে যেতে চান। বৈবাহিক সম্পদ ভাগ করা নিয়েও চুক্তি করেছেন তারা।

আদালত থেকে বলা হয়েছে, বিল গেটস এবং মেলিন্ডাকে অবশ্যই বিচ্ছেদ চুক্তির শর্ত মানতে হবে।

সূত্র রয়টার্স।  


বাংলাদেশ সময় ঘণ্টা: ১১৩৯, আগস্ট ০৩, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।