ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, সেপ্টেম্বর ৮, ২০২১
৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো

৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গেরেরোর আকাপুলকো।

রাজ্যের গভর্নর এক্তোর আস্তুদেইও জানিয়েছেন, মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) রাতে এ ভূমিকম্পে খুঁটি উপড়ে পড়ে একজন নিহত হয়েছেন।

ভূমিকম্পে পাথর ধসে পড়ে ও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে কম্পন শুরু হতেই লোকজন বাড়ির বাইরে বেরিয়ে যায়। এ সময় চারপাশের পাহাড়গুলো কেঁপে ওঠে। উপড়ে পড়ে বহু গাছ।

ভূমিকম্পের কারণে গেরেরোসহ সংলগ্ন বেশ কয়েকটি রাজ্যে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে। এসব রাজ্যের প্রায় ১৬ লাখ বাসিন্দা বিদ্যুৎবিহীন হয়ে রয়েছেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়াল লোপেজ ওব্রাদর জানান, ভূমিকম্পে গেরেরো ও  এর সংলগ্ন রাজ্য ওয়াহাকা, মেক্সিকো সিটি এবং অন্য কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতি বিষয়ে কিছু নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূপৃষ্ঠের মাত্র ১২ মাইল গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।