ঢাকা, মঙ্গলবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

দৈত্যাকৃতির বিস্কুট!

সানজিদা সারমিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১০, ফেব্রুয়ারি ২৮, ২০১৩
দৈত্যাকৃতির বিস্কুট!

পৃথিবীর সবচেয়ে বড় বিস্কুটের আকার কতো বড়ো হতে পারে! যদি বলা হয় এটি লম্বায় ৫৯ সেন্টিমিটার ও ৩৯ সেন্টিমিটার প্রশস্ত এবং ওজন প্রায় ১৬ কেজির কাছাকাছি, তবে অবিশ্বাস্য মনে হতে পারে! না?

কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য এটিই বিশ্বের সবচেয়ে বড় ক্রিমী বিস্কুট। গিনেস বুক নামধারী এই বিস্কুটটি বানিয়েছেন সিমন মর্গান ও পল থেকার।



তারা বলেছেন, সমাজসেবার জন্য অর্থ বাড়াতে ও একই সঙ্গে বিশ্বরেকর্ডের জন্য তারা এই পরিকল্পনা করেন।

বিশেষত্ব আনার জন্য তারা এতে কাস্টার্ড ক্রিম ব্যবহার করেছেন।
দৈত্যাকৃতি এই বিস্কুটটি তৈরি করতে সময় লেগেছিল সাড়ে এগারো ঘণ্টা।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।