ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

ওহে বৈশাখ

শাহজাহান মোহাম্মদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, এপ্রিল ১১, ২০১৩
ওহে বৈশাখ

ধুলায় ধূসর ওহে বৈশাখ
জাগিছো নতুন প্রাণে
চারিদিকে সব ঝরাপাতা নাচে
বাতাসের মর্ম তানে।

আজ সাজিছো অপরূপ রূপে
উদিত নবীন রবি
ভুলে যাব যত দুঃখ গ্লানি
আঁকবো হরেক ছবি।



বাজেরে শঙ্খ বাজেরে বাঁশি
কাজলে কাজলে আঁখি
মিলেমিশে মোরা একাকার হয়ে
বাঁধবো সুখের রাখি।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৩
এসএ-ichchheghuri@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।