ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

ইচ্ছেঘুড়ি

নামে কিছু যায় আসে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৪, ডিসেম্বর ১৮, ২০১৩
নামে কিছু যায় আসে না

নামটা তার কে রেখেছে জুঁই?
ফুলের সুবাস পাই না মোটে
যতই নাকে ছুঁই।

নাম ছেলেটার কে রেখেছে চাঁদ?
মনটা জুড়ে দুঃখ গাঁথা
আঁধার অবসাদ।



কালা মিয়ার রঙটা সাদা
বাদশা মিয়া কুলি,
রাজা মিয়া ভিক্ষে করে
ঝুলিয়ে কাঁধে ঝুলি।

নামের সাথে বাস্তবে নেই
তেমন কারো মিল,
মিল থাকলে মতি ভরা
থাকত মতিঝিল।

নামে কোনো যায় আসে না
কাজটা হলো ঠিক,
কর্ম ছড়ায় কালো এবং
আলো চতুর্দিক।

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: ichchheghuri24@gmail.com

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৩

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।