ঢাকা, শুক্রবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

আইন ও আদালত

কারাগার থেকে তোলা হত্যা মামলার আসামির ছবি নিয়ে ফেসবুকে ভাইয়ের পোস্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:০৬, জুলাই ৪, ২০২৪
কারাগার থেকে তোলা হত্যা মামলার আসামির ছবি নিয়ে ফেসবুকে ভাইয়ের পোস্ট

কুমিল্লা: কুমিল্লা কারাগার থেকে তোলা হত্যা মামলার এক আসামির ছবি নিয়ে তার ভাই ফেসবুকে পোস্ট দিয়েছেন।  

আসামির এ ছবি তুলে স্বজনদের কাছে পাঠিয়েছেন এক কারারক্ষী।

এ ঘটনায় কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।  

এদিকে হত্যা মামলার আসামির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে কুমিল্লায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

বুধবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।  

তিনি জানান, কারা আইন ভঙ্গ করার প্রাথমিক সত্যতা পাওয়ায় মঙ্গলবার কারারক্ষী ইসমাইল হোসেন তুহিনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তুহিনের বাড়ি বান্দরবানের লামা উপজেলার চাপাতলী গ্রামে।  

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ কুমিল্লা শহরতলীর শাসনগাছায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান শাসনগাছা এলাকার জামিল হাসান অর্ণব (২৬)। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হত্যার অভিযোগে এনে মামলা দায়ের করেন নিহত অর্ণবের মা ঝরনা আক্তার। এতে ফজলে রাব্বীকে (৩০) প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। ফজলে রাব্বিকে ভারতে পালিয়ে যাওয়ার গুলিভর্তি পিস্তলসহ পুলিশ গ্রেপ্তার করে। ঈদের আগের দিন ১৬ জুন কারারক্ষী ইসমাইল হোসেন তুহিন জেলারের বাসভবনের ছাদে দায়িত্ব পালনকালে মোবাইল ফোনে মামলার প্রধান আসামি ফজলে রাব্বির কয়েকটি ছবি ও কয়েক সেকেন্ডের  ভিডিও পাঠান তার স্বজনদের কাছে। পরে ওই ছবি ও ভিডিও আসামি ফজলে রাব্বির ভাই একে আল-আমিন খানের  ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়।  

এ ছবিতে ডিজে গানের সঙ্গে লেখা হয়, ভাই সময় আসবে ইনশাল্লাহ।  

এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে গুলিতে নিহত অর্ণবের পরিবার।  

অর্ণবের বাবা আজহার উদ্দিন বলেন, এর আগে একবার আদালতে দাঁড়ানো ফজলে রাব্বির ছবি তুলে ভয়ভীতি দেখানো হয়েছে। পরে আবার জেলখানার ছবি ফেসবুকে দিয়ে আমাদের ভয় দেখানো হয়েছে। এখন আমরা ছেলে হত্যার বিচার নিয়ে শঙ্কিত।  

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।