ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

আইন ও আদালত

কুষ্টিয়ায় চারটি ফার্মেসিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, অক্টোবর ২৯, ২০১৭
কুষ্টিয়ায় চারটি ফার্মেসিকে জরিমানা

কুষ্টিয়া: কুষ্টিয়া শহরের হাসপাতাল মোড়ে অভিযান চালিয়ে চারটি ফার্মেসির মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে এবং ড্রাগ লাইসেন্স না থাকায় রোববার (২৯ অক্টোবর) বিকেলে এ জরিমানা করা হয়।
 
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্র জানায়, বিকেলে ওষুধ আইন, ১৯৪০ মোতাবেক হাসপাতাল মোড়ের মেরিন ফার্মেসি, রুবেল মেডিসিন কর্নার, আসিফ ফার্মেসি ও খান সার্জিক্যাল নামে চারটি ফার্মেসির মালিককে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায়ও করা হয়।

সূত্রটি আরো জানায়, এসময় জেলা ড্রাগ সুপার মো. ওয়াহিদুর রহমান উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।