ঢাকা, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

আইন ও আদালত

জামিন মিললো নিরাপদ সড়ক আন্দোলনের আরও ৩ শিক্ষার্থীর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৪, আগস্ট ২০, ২০১৮
জামিন মিললো নিরাপদ সড়ক আন্দোলনের আরও ৩ শিক্ষার্থীর

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় হামলা ও ভাঙচুরের মামলায় জামিন পেয়েছেন আরও তিন শিক্ষার্থী।

সোমবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একেএম মঈন উদ্দিন সিদ্দিকী এ জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত তিনজন হলেন- সাবের আহমেদ উল্লাস, আমিনুল ইসলাম বায়েজিদ ও রিছাতুল্লাহ।

অ্যাডভোকেট জামাল হোসেন ও আমিনুল ইসলামের করা জামিন আবেদনের উপর শুনানি শেষে ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

বাড্ডা থানা এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় এদের গ্রেফতার করা হয়।

এর আগে, রোববার (১৯ আগস্ট) ঢাকার একাধিক ম্যাজিস্ট্রেট আদালতে মোট ৪২ শিক্ষার্থীর জামিন হয়। নিরাপদ সড়কের আন্দোলনে আওয়ামী লীগ অফিসে হামলা, পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে এরা বাড্ডা, ভাটারা, ধানমন্ডিসহ বিভিন্ন থানার মামলায় গ্রেফতার হয়েছিলেন।

এই ৪২ জনের মধ্যে রোববার নয়জন ও সোমবার সকালে নয়জন মিলিয়ে মোট ১৮ শিক্ষার্থী মুক্তি পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৮
এমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।