ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

আইন ও আদালত

পুলিশের ওপর হামলা: দুই জেএমবি সদস্য রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩২, অক্টোবর ১৫, ২০১৯
পুলিশের ওপর হামলা: দুই জেএমবি সদস্য রিমান্ডে

ঢাকা: রাজধানীর সায়েন্স ল্যাব ও গুলিস্তানে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার নব্য জেএমবির (নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) দুই সদস্যকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এ রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতার দুই জেএমবি সদস্য হলেন- মেহেদী হাসান তামিম ও আবদুল্লাহ আজমির।

এরআগে রোববার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড চান তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৯
কেআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।