ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

লাইফস্টাইল

বাবার বুকে ঘুমাতে চায় নিষাদ

সোহেল রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, আগস্ট ১৬, ২০১১

ঢাকা: বাবার স্নেহভরা কোলে ফিরতে তারেক মাসুদের ছোট্ট শিশু নিষাদের চোখে কোনও ঘুম নেই। বাবার বুকে যাওয়ার বায়নায় শুধুই কাঁদছে সে।



প্রতিরাতেই বাবা তারেক মাসুদের বুকে ঘুমাতো নিষাদ। এখন সে আর ঘুমাতে চায় না। মানুষের ভীড়ে বাবাকেই খুঁজে ফেরে তার দু’চোখ।

কৌতুহলী তার মনটাকে কেউ বুঝাতে পারছে না বাবা তারেক মাসুদ এখন না ফেরার দেশে।

নিষাদকে দেখাশোনার দায়িত্বে থাকা বাবলু বাংলানিউজকে বলেন, ‘সে গতরাতে এক মুহুর্তের জন্য ঘুমায়নি। সে শুধু বা-বা বলে কেঁদেছে। ’

তিনি আরও বলেন, ‘তার এ কান্না দেখে সবার চোখেই জল এসে যায়। ’
 
ক্যাথেরিন মাসুদকে স্কয়ার হাসপাতাল থেকে এখন ড. কামাল হোসেনের মেয়ে দিনা হোসেনের বাসায় নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনায় তার মাথায় আঘাত লাগলেও তা এখন কিছুটা ভালো। ওই বাসায় তার পরিচর্যা চলছে।

তবে প্রাণপ্রিয় স্বামীকে হারিয়ে ক্যাথেরিন মাসুদও এখন পাগলপ্রায়।

কিছুক্ষণ পরপর তিনি বলে উঠছেন, ‘তারেককে মাটি দিতে দেব না। ’

এদিকে, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমেরিকা থেকে ছুটে এসেছেন ক্যাথেরিন মাসুদের মা গ্রেনি ও ভাই আলফ্রেড। সোমবার তারা বাংলাদেশে আসেন।

উল্লেখ্য, ঢাকা-আরিচা সড়কে শনিবার দুপুরে ঢাকা থেকে পাটুরিয়াগামী চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ আরোহী নিহত হন।

এরা হচ্ছেন- প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সিনে চিত্রগ্রাহক মিশুক মুনীর, মাইক্রোবাসচালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল।

এতে গুরুতর আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথেরিন মাসুদ, প্রখ্যাত দুই চিত্রশিল্পী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটউটের শিক্ষক ঢালী আল মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।